• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের কুচকাওয়াজ অনুষ্ঠিত

 আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের কুচকাওয়াজ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ১৭:২২ অপরাহ্ণ
আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের কুচকাওয়াজ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

দুই সেনানিবাসে সমাপনী কুচকাওয়াজ

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ-২০২৫-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৃথক দুই সেনানিবাসে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস কোর সেন্টার এন্ড স্কুলে (এএসসিসিএন্ডএস) প্রধান অতিথি হিসেবে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

একই দিনে টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) প্রধান অতিথি হিসেবে মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের সৈনিকবৃন্দ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো।

অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথিগণ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানদ্বয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধগণ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।