
বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার–কুড়িগ্রাম চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত দীর্ঘ প্রতীক্ষিত ১৪৯০ মিটার দৈর্ঘ্যের “মওলানা ভাসানী সেতু”র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন অগ্রদূত। তিনি দেশের অন্যতম ফাউন্ডিং ফাদার হিসেবে ইতিহাসে স্থান পেয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই সেতুটির নামকরণ করা হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’। আমরা তাঁর আদর্শ অনুসরণ করে এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যে রাষ্ট্র কখনোই পানি কিংবা সীমানাসহ ন্যায্য অধিকারের প্রশ্নে কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না।”
তিনি আরও বলেন, “সেতুটি চালু হওয়ার মাধ্যমে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ পার্শ্ববর্তী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এতে শিল্প ও কৃষিজ উৎপাদন বৃদ্ধি, নতুন শিল্পকারখানা স্থাপন, শিক্ষা ও কর্মসংস্থানের প্রসার ঘটবে। সামগ্রিকভাবে স্থানীয় অর্থনীতি ও জাতীয় জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করেছে। বাংলাদেশ সরকার (জিওবি), Saudi Fund for Development (SFD) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)-এর যৌথ অর্থায়নে ৯২৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হয়েছে।
১৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬০ মিটার প্রশস্ত এ সেতুটি দুই লেন বিশিষ্ট। মোট ৩১টি স্প্যান নিয়ে এটি একটি আধুনিক প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এশিয়া অপারেশন্সের মহাপরিচালক ড. সৌদ বিন আয়েদ আল-শাম্মারি।