• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চালকের ঘুমে নোয়াখালীতে দুর্ঘটনা, নিহত সাতজনের মধ্যে ৪ নারী ৩ শিশু

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
চালকের ঘুমে নোয়াখালীতে দুর্ঘটনা, নিহত সাতজনের মধ্যে ৪ নারী ৩ শিশু
সংবাদটি শেয়ার করুন....

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। তারা সবাই ওমান প্রবাসী এক আত্মীয়কে আনতে ঢাকায় গিয়েছিলেন। দুর্ঘটনার পর প্রবাসীর বাবা আব্দুর রহীম জানান, চালক ছিলেন ঘুমে আচ্ছন্ন। এ কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খালে পড়ে যায়।

বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ছিলেন: প্রবাসী বাহার উদ্দিনের নানী ফয়েজ্জুনেছা (৮০), মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (২৪), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি রেশমি আক্তার (৮), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও কন্যা মীম আক্তার (২)।

আব্দুর রহীম বলেন, ‘চালক বারবার ঝিমাচ্ছিল। আমরা তাকে বলেছিলাম গাড়ি থামিয়ে ঘুমিয়ে নিতে। কিন্তু সে বলেছিল কোনো সমস্যা নেই। কয়েকবার রাস্তায় ঘুমিয়ে পড়ে হঠাৎ জেগে উঠতো।’

তিনি আরও বলেন, ‘চৌমুহনীতে এসে আবার বলি, ঘুমিয়ে নাও। বাংলাবাজার আসার পরও বলেছি, কিন্তু হঠাৎ ঘুম থেকে উঠে গাড়ি খালে ফেলে দেয়।’

আব্দুর রহীম জানান, গাড়িতে ছিলেন তিনি, তার ছেলে, পুত্রবধূ, শাশুড়ি, স্ত্রী ও তিন নাতনী। তাদের মধ্যে চারজন বের হয়ে আসতে সক্ষম হলেও বাকিরা মারা যান।

এদিকে স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি ভোররাতে ঘটে। অন্ধকার থাকায় প্রথমে কিছু বোঝা যায়নি। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালকের ঘুমের কারণে গাড়ি খালে পড়ে যায়। সাতজন আটকা পড়ে মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।