• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চিরবিদায় হেভি মেটালের ‘প্রিন্স অব ডার্কনেস’ ওজি ওসবার্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ১৮:৫৭ অপরাহ্ণ
চিরবিদায় হেভি মেটালের ‘প্রিন্স অব ডার্কনেস’ ওজি ওসবার্ন
সংবাদটি শেয়ার করুন....

ব্ল্যাক সাবাথ ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা ও হেভি মেটাল ঘরানার কিংবদন্তি শিল্পী ওজি ওসবার্ন মারা গেছেন। মঙ্গলবার (২২ জুলাই) যুক্তরাজ্যের বার্মিংহামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

‘প্রিন্স অব ডার্কনেস’ নামে খ্যাত ওসবার্নের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। সিবিএস নিউজকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ওজি ওসবার্ন আজ সকালে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন। মৃত্যুর সময় তিনি পরিবারের সদস্যদের ভালোবাসায় ঘেরা ছিলেন।’

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই শোকের সময়ে তারা সবার কাছে পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছেন। তবে মৃত্যুর নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

ওজি ওসবার্ন ১৯৭০-এর দশকে ব্ল্যাক সাবাথ ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী হিসেবে হেভি মেটালের নতুন দিগন্ত উন্মোচন করেন। ‘আয়রন ম্যান’, ‘প্যারানয়েড’ এবং ‘ওয়ার পিগস’-এর মতো কালজয়ী গান তাকে এনে দেয় বিশ্বজুড়ে খ্যাতি।

মাত্র তিন সপ্তাহ আগেই তিনি নিজের শহর বার্মিংহামে জীবনের শেষ কনসার্টে পারফর্ম করেন। ঐতিহাসিক সেই রাতের মঞ্চ ভাগাভাগি করেছিলেন মেটালিকা, গানস এন’ রোজেসসহ রক জগতের আরও অনেক কিংবদন্তির সঙ্গে।