• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

মনির হোসেন জীবন
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ১৮:১৪ অপরাহ্ণ
জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদীয় আসন ঢাকা-১৮ দলীয় প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসি’র ৫৩ নং ওয়ার্ডে কেন্দ্র ও বুথ কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার (০২ নভেম্বর, ২০২৫) বাদ মাগরিব তুরাগের ফুলবাড়িয়া তুরাগ মধ্য থানার উদ্যোগে (ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডস্থ) ঢাকা- ১৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটি এই সভার আয়োজন করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উওরের নায়েবে আমীর মজলুম ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দলের উওরা পশ্চিম জোনের জোন সহকারী মাহবুবুর রহমান। সভায় বক্তারা বলেন, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ আসন পরিচালনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। সংগঠনকে শক্তিশালী ও মজবুত করনের পাশাপাশি আগামী নির্বাচনে ঢাকা-১৮ আসনে জয় নিশ্চিত করার জন্য ঢাকা মহানগর উত্তরের ঢাকা সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ডের ১১টি কেন্দ্রের, কেন্দ্র কমিটি, বুথ কমিটি গঠন করা হয় । পাশাপাশি দলের বিজয় লাভের জন্য করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও
উপস্থিত ছিলেন, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক কামরুল হাসান, তুরাগ মধ্য থানার মজলিসে শূরার ও কর্মপরিষদ সদস্য ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক সুরুজ্জামান। থানা শূরা ও কর্মপরিষদ সদস্য জুলফিকার রহমান, ওয়ারিশ আলী মুরাদ, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন, সাখাওয়াত হোসেন, থানা মজলিসে সুরার সম্মানিত সদস্য বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোসলেহ উদ্দিন আলমগীর, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক আবু তাহের মিয়াজ, মাওলানা আব্দুল বারী, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট শরিফ মিয়া, জিয়াউল হক, থানা যুব বিভাগের সভাপতি, মজলুম জননেতা কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহরিয়ার সাকিব, ডক্টর বেলাল হোসাইন, মাওলানা মাইন উদ্দিন এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।