• ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৫, ১৭:২৯ অপরাহ্ণ
টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে জিম্মি করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৪ জনকে উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) যৌথভাবে বাহারছড়া উত্তর শীলখালীর গহীন পাহাড়ে অভিযান চালায়। অভিযানে মানবপাচারকারী চক্রের সদস্যদের কবল থেকে ২৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা কৌশলে পাহাড়ের ভেতরে পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা বলেন, প্রায় ৩-৪ দিন আগে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দালাল চক্র তাদের মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পাহাড়ে নিয়ে আসে এবং জোরপূর্বক আটক করে রাখে।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাচারকারী চক্রের পাঁচজন সদস্যের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পাচারকারীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।