• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, ৩৩০ জন হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ১৭:৫১ অপরাহ্ণ
ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, ৩৩০ জন হাসপাতালে ভর্তি
সংবাদটি শেয়ার করুন....

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৭১ জন, ঢাকা বিভাগে ৪৮, বরিশাল বিভাগে ৮৬, চট্টগ্রাম বিভাগে ৫৪, খুলনা বিভাগে ২৭, ময়মনসিংহ বিভাগে ৩, রাজশাহী বিভাগে ৩৮ ও রংপুর বিভাগে ৩।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।