
তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। সোমবার তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়। বিবরণীতে বলা হয়, তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদের চলমান নিয়োগ কার্যক্রম যাচাই ও পর্যালোচনার উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ১১ থেকে ২০তম গ্রেডের ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক বাতিল করা হয়েছে।
ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ৯টি, ফটোগ্রাফার ৪টি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫টি, ড্রাইভার ৩টি, ক্যাটালগার ১টি, স্টোর অ্যাসিস্ট্যান্ট ১টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি এবং অফিস সহায়ক ১৮টি পদের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।