• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

তুরাগে অসুস্থ বিএনপি নেতা তাহেরকে দেখতে হাজী মোঃ মোস্তফা জামান

মনির হোসেন জীবন
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
তুরাগে অসুস্থ বিএনপি নেতা তাহেরকে দেখতে হাজী মোঃ মোস্তফা জামান
সংবাদটি শেয়ার করুন....

 রাজধানীর তুরাগ থানা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অসুস্থ বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আবু তাহের আবুলকে দেখতে তার নিজ বাসায় গিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) বেলা ৩টার দিকে অসুস্থ বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আবু তাহেরের শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি তার বাসায় যান এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। এসময় তিনি তাহেরের রোগমুক্তির জন্য দোয়া করেন। বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন।

অন্যদিকে অসুস্থ বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আবু তাহেরের ভাই সাংবাদিক জালাল হোসেন জানান, আমার ভাই চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তুরাগের দলিপাড়াস্থ নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসীর কাছে তার আশু রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।