• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের উপকমিশনার কাজী মনিরুজ্জামান বরখাস্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
পুলিশের উপকমিশনার কাজী মনিরুজ্জামান বরখাস্ত
সংবাদটি শেয়ার করুন....

ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রের তথ্যমতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এ সংক্রান্ত ফাইলে সই করেছেন।

জানা গেছে, বর্তমানে রংপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ২৫ নভেম্বর ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে ওই তারিখ থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিশ্চিত করেছে।