বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোলে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বেনাপোল পুরাতন পৌরসভা ভবন থেকে মিছিলটি শুরু করে পৌরবাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। নেতৃত্ব দেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
মধু বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবিধান সংস্কার কমিশন গঠন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনরায় প্রতিষ্ঠাসহ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। তৃণমূলের কাছে এসব প্রস্তাব পৌঁছে দেওয়ার অংশ হিসেবে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হলো।” তিনি আরো বলেন, “স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদী পথে ঠেলে দেয়া হচ্ছে—এমন অনৈতিক পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করতে হবে।”
প্রচার মিছিল ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সহ-সভাপতি মোঃ ইদ্রিস মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছাত্তার, আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন, জেলা কৃষক দলের সদস্য আল-আমিন মাহমুদ মিলন, বেনাপোল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান এবং অন্যান্য বিএনপি ও অঙ্গসংগঠনের।