বেনাপোলে বিশেষ অভিযানে দুই কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে এসব পণ্যবোঝাই কাভার্ডভ্যান আটক করা হয়। আটকরা হলেন মাগুরার কলেজপাড়ার ট্রাকচালক আব্দুল মালেক (৪৬) এবং একই জেলার শিবরামপুরের অন্তর কর্মকার (২৯)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৫৫ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ট্রাকচালক স্বীকার করেন, তারা ২০ হাজার টাকা ভাড়ায় পণ্যগুলো ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা এবং ট্রাকটি থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।