• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য নিরসনের দাবিতে ঘোষিত চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ১৫:৩৯ অপরাহ্ণ
বৈষম্য নিরসনের দাবিতে ঘোষিত চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
সংবাদটি শেয়ার করুন....

দুই দফা দাবিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকালে ফোরামের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম এর পক্ষে সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন জানান, ন্যায্য প্রমোশন ও সকল ধরনের বৈষম্য নিরসনের দাবিতে ৮, ৯ ও ১০ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশব্যাপী সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা কর্মবিরতির আজ ১ম দিন। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এদিন সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিশেষ সহকারী সায়েদুর রহমান গণমাধ্যমের সামনে ঘোষণা দেন যে, আগামী ১২ সপ্তাহের মধ্যে ৭ হাজার ৫০০ বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য সহকারী, সহযোগী ও অধ্যাপক পদে সুপারনিউমারারি পদ সৃষ্টির মাধ্যমে প্রমোশনের ব্যবস্থা করা হবে। তিনি জানান আগামী ৫ থেকে ৬ সপ্তাহের মাঝে ১ম ফাইল এর প্রমোশনের কাজ সম্পন্ন করবেন। সরকারের এই প্রতিশ্রুতির ভিত্তিতে চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যদি নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে প্রতিশ্রুত দাবি বাস্তবায়ন না হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা পুনরায় কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করবেন।

এর আগে, দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

এসময় জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সেবা বন্ধ ছিল।

তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে- চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সকল বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃক্যাডার বৈষম্য দূর করা, ৩ নং গ্রেডে প্রাপ্ত সকল যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর ২য় ও ১ম গ্রেডে পদোন্নতি প্রদান করে ন্যায্য পাওনা নিশ্চিত করা।