• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রেলের জায়গা দখল করে অবৈধ দোকান : ফুলে ফেপে উঠছে বাড়িওয়ালারা

জাহেদী আরমান
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ২১:১৭ অপরাহ্ণ
রেলের জায়গা দখল করে অবৈধ দোকান : ফুলে ফেপে উঠছে বাড়িওয়ালারা
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় বাড়িওলাদের যোগসাজশে চলছে টং দোকান বাণিজ্য, আদায় করা হচ্ছে মোটা অংকের অগ্রিম ও মাসিক ভাড়া। ঢাকা মহানগর উত্তর এলাকার কষাইবাড়ি থেকে রেল লাইনের পাশে দৃষ্টিসীমা পর্যন্ত গড়ে উছেঠে অসংখ্য অবৈধ টং দোকান। এসব দোকান নির্মাণে সরাসরি জড়িত স্থানীয় বাড়িওয়ালারা। তারা প্রতিটি দোকানের জন্য ৪৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম নিয়েছেন, পাশাপাশি মাসিক সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা ভাড়া আদায় করছেন।

রেলের জমি দখল করে এই দোকানগুলো নির্মাণ করা হলেও কর্তৃপক্ষের কোন কার্যকর পদক্ষেপ নেই। স্থানীয়দের দাবী রেল লাইনের রাস্তার পাশের বাড়িওয়ালার এসব দোকান বসাতে সহায়তা করেছে এবং নিয়মিত ভাড়া আদায় করছে। তারা আরও জানান এসব দোকান দখলকে কেন্দ্র করে প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে এবং দোকানের আড়ালে রেল লাইনে প্রতিনিয়ত সন্ধ্যার পরে মাদকের আসর বসে। এতে শুধু রেলের জায়গা দখল হয়নি, বরং জনসাধারনের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুকি বাড়ছে।

রেলওয়ের আইন ও ভূমি অনুুবিভাগের যুগ্ম-সচিব মোঃ শহিদুল ইসলাম ভ্ঞূা জানায় রেলের জমি দখলমুক্ত করতে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর আবার দোকানগুলো গড়ে ওঠে। এটা এক প্রকার মিষ্টির দোকানের মাছি তাড়ানোর মতো। কারন এই সকল অবৈধ কাজে বাড়িওয়ালাদের সাথে রেলওয়ের কিছু অসাধু লোকের যোগসাজস রয়েছে।

এ ব্যাপারে বাড়িওলাদের মুখোমুখি হলে তারা মারমূখি আচরন করে এবং মুঠোফোনে যোগাযোগ করা হলে হুমকির সুরে কথা বলে। নাম প্রকাশে অনিচ্ছুকি এক দোকনি জানান বাড়িওলাদের পাশাপাশি তারা হানিফ নামে এক রেল কর্মচারীকে ৩শত টাকা মাসিক চাঁদা দিয়ে থাকেন। এব্যাপারে অভিযুক্ত হানিফের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বিকার করেন।

ঢাকা মহানগরীর মতো ব্যস্ত এলাকায় রেলের জমি দখল করে দোকান নির্মাণ শুধু বেআইনী নয়, বরং জননিরাপত্তার জন্যও হুমকি। তাই দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে অবৈধ দখল আরও বিস্তার লাভ করবে।