• ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় দুর্গাপূজায় ২৯টি মণ্ডপে দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের নিরাপত্তা ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১৫:২২ অপরাহ্ণ
শার্শায় দুর্গাপূজায় ২৯টি মণ্ডপে দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের নিরাপত্তা ব্রিফিং
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শার্শা উপজেলায় মোট ২৯টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্যদের নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫/৯/২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার পূজা মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিং অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজা দেশের একটি সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। পূজা চলাকালে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা বা গুজব ছড়াতে না পারে, সেজন্য আনসার-ভিডিপি সদস্যদের সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পূজা মণ্ডপ এলাকায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) [কাজী নাজিব হাসান], শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং আনসার-ভিডিপি কর্মকর্তা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রশাসন জানায়, পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে আনসার-ভিডিপি সদস্যরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার টহল জোরদার থাকবে।

বক্তারা আরও বলেন, সরকার ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।