• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১৪:৪১ অপরাহ্ণ
শার্শায় নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

শার্শা উপজেলার শার্শা কলেজ ও শার্শা সরকারি মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সকালে যাদরপুরে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম নুরুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শার্শা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু।

উদ্বোধনী ক্লাসে বক্তারা বলেন, নতুন শিক্ষার্থীরা হলো জাতির ভবিষ্যৎ। শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন— “এসো নতুন করি বরণ, তোমাদের আগমনে ধন্য হোক এ ভুবন।”

নবীন শিক্ষার্থীরা ফুল ও করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।