• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ্ব নিবন্ধন ও প্রশিক্ষণ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিনিধি, যশোর
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ২০:৩২ অপরাহ্ণ
শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ্ব নিবন্ধন ও প্রশিক্ষণ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা
সংবাদটি শেয়ার করুন....

যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ্ব নিবন্ধন ও হজ্ব প্রশিক্ষণ বিষয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সকালে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যশোরের সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: আজাহারুল ইসলাম মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “সরকারি ব্যবস্থাপনায় হজ্ব পালনের সুযোগ সহজলভ্য হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করলে প্রতিটি মুসল্লি সুষ্ঠুভাবে হজ্বের প্রশিক্ষণ নিয়ে নির্বিঘ্নে পবিত্র হজ্ব পালন করতে পারবেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব মোঃ ইকরামুল ইসলাম শাওন।

সভায় শার্শা উপজেলার ইমামগণ, সম্মানিত মুসুল্লি এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা হজ্ব নিবন্ধনের গুরুত্ব, সরকারি ব্যবস্থাপনার সুবিধা এবং হজ্ব পালনের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভা শেষে সবাই একসঙ্গে তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে দেশ, জাতি এবং হজ্বযাত্রীদের কল্যাণ কামনা করেন।

👉 আয়োজক: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; জেলা প্রশাসন, যশোর; উপজেলা প্রশাসন, শার্শা, যশোর; ইসলামিক ফাউন্ডেশন, যশোর।