• ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কারের পর নির্বাচনের ব্যত্যয় হলে দায় এই সরকারের : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৫, ১৭:৩৪ অপরাহ্ণ
সংস্কারের পর নির্বাচনের ব্যত্যয় হলে দায় এই সরকারের : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর / ফাইল ‍ছবি

সংবাদটি শেয়ার করুন....

প্রয়োজনীয় সংস্কারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যত্যয় হলে এর দায় ড. ইউনূস সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনূস সাহেব, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যতটুকু সংস্কার দরকার, তা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গ্রহণ করবেন। নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠন হবে, তারা দেশের সংকট সমাধান করবে। সুতরাং এতে যদি কোনো ব্যত্যয় ঘটে, তার দায়ভার পুরোপুরি আপনাকেই নিতে হবে।

তিনি বলেন, ঐকমত্য কমিশনে আমরা যেসব বিষয় নিয়ে একমত ছিলাম না, সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোটগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল। কিন্তু অবাক বিষয়, যখন তারা প্রকাশ করলেন, সেই নোটগুলো উপেক্ষা করা হয়েছে। এটি কোনো ঐকমত্য হতে পারে না। ঐকমত্য কমিশন কেন গঠন করা হয়েছিল, সেটিও প্রশ্নবিদ্ধ। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ গঠিত হলে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হবে। নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদী শক্তি তত শক্তিশালী হচ্ছে। তাই দ্রুত সব দলের একমত ও দ্বিমত পোষণকৃত বিষয়গুলো নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সত্যিকার সংকটের সমাধান হলো গ্রহণযোগ্য নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো সংস্কারবিরোধী নয়। তবে অনেকেই বিএনপিকে সংস্কারবিরোধী বানানোর অপচেষ্টা চালাচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা বিএনপির অবদান।