
বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আব্দুস সবুর আজ (২৯ জুলাই) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভুগছিলেন।
আব্দুস সবুরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।
পৃথক শোকবার্তায় বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্য সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, আব্দুস সবুর ৫ ডিসেম্বর ১৯৯০ কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন এবং ১ জানুয়ারি ২০১৫ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ে অফিস সহায়ক হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর