অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলামের বরাতে বাসস এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসনের অসাধু ব্যক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির অভিযোগে সিলেট জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল ওই পর্যটন এলাকায় অভিযান চালায়।
প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢলের তোড়ে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা পাথরের বিশাল স্তূপের কারণে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ভোলাগঞ্জ গত কয়েক বছরে জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হয়েছিল। তবে গত এক বছরে অবাধে পাথর লুটের কারণে মনোরম এই স্থানটি ধ্বংস হয়ে বিরানভূমিতে পরিণত হয়েছে।