
দেশের অর্থনীতির সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, বাংলাদেশ ব্যাংককে স্বাধীন হতে হবে। আমরা কখনো বাংলাদেশ ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিইনি। বিএনপি সরকার ব্যাংকিং ডিভিশন (আর্থিক বিভাগ) বন্ধ করে দিয়েছিল, কারণ এর কোনো প্রয়োজনীয়তা ছিল না। পরবর্তীতে তা পুনরায় চালু করায় নানা জটিলতা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের সংস্কারগুলো হয়েছে বিএনপির আমলেই। ব্যাংকগুলো স্বল্পমেয়াদি আমানত নিয়ে দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছে, যার ফলে খেলাপি ঋণ বাড়ছে।
আমীর খসরু আরও বলেন, পুঁজিবাজার উন্নত না হলে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার কার্যকর হবে না। দেশে কার্যকর ক্যাপিটাল মার্কেট নেই। মনেটারি ও ফিসকাল নীতির মধ্যে সমন্বয় জরুরি। অটোমেশন চালু করা গেলে স্বচ্ছতা বাড়বে, কারণ ভবিষ্যতের অর্থনীতি হবে ক্যাশলেস সোসাইটি।
সাবেক এই মন্ত্রী বলেন, আমরা ১৮ মাসে এক কোটি চাকরি সৃষ্টির লক্ষ্য নিয়েছি— তা হবে আইটি, দেশি-বিদেশি বিনিয়োগ ও প্রবাসী কর্মসংস্থানের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। এত লুটপাটের পরও ব্যাংকগুলো টিকে আছে, যা বিস্ময়কর। অর্থনৈতিক সংস্কারের বেশিরভাগই বিএনপি সরকারের সময় সম্পন্ন হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর