• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া সিরিজেই শেষ হচ্ছে রোহিত-কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার!

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
অস্ট্রেলিয়া সিরিজেই শেষ হচ্ছে রোহিত-কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার!
সংবাদটি শেয়ার করুন....

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর সাদা পোশাকের ক্রিকেট থেকেও বিদায় নেন এই দুই কিংবদন্তি ক্রিকেটার।

টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় জানালেও রোহিত-কোহলি ওয়ানডে থেকে এখনও অবসর নেননি। সম্ভবত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য করছিলেন তারা। বর্তমানে রোহিতের বয়স ৩৮, কোহলির ৩৬। বিশ্বকাপের সময় একজন হবেন ৪০, অন্যজন ৩৮ বছর বয়সী। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড তরুণদের হাতে দায়িত্ব তুলে দিতে চাইছে, তাই তাদের জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

আগামী অক্টোবরে ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। ১৯ অক্টোবর প্রথম, ২৩ অক্টোবর দ্বিতীয় ও ২৫ অক্টোবর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পরিকল্পনা অনুযায়ী, এই সিরিজ দিয়েই শেষ হবে রোহিত ও কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ার। বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ এই তথ্য জানিয়েছে।

বর্তমানে রোহিত ওয়ানডে অধিনায়ক। তার অবসরের পর নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে আলোচনা চলছে। টেস্টে শুভমান গিলের হাতে দায়িত্ব গেছে, ওয়ানডেতেও তাকেই অধিনায়ক হিসেবে দেখছেন অনেক সাবেক ক্রিকেটার। সুনীল গাভাস্কার ও মোহাম্মদ কাইফও গিলের প্রতি আস্থা রেখেছেন।

এ বছরের ডিসেম্বরে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে বিজয় হাজারে ট্রফি। দৈনিক জাগরণ জানিয়েছে, রোহিত-কোহলি যদি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা প্রকাশ করেন, তবে তাদের ঘরোয়া এই টুর্নামেন্টে খেলতে হবে। ইংল্যান্ড সফরের আগেও ঘরোয়া টুর্নামেন্ট খেলার বাধ্যবাধকতা আরোপ করেছিল বিসিসিআই। এর ফলে প্রায় ১২ বছর পর দিল্লির হয়ে রঞ্জি খেলেন বিরাট কোহলি, আর প্রায় ১০ বছর পর মুম্বাইয়ের হয়ে মাঠে নামেন রোহিত শর্মা।