
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন নিতিশ কুমার রেড্ডি। ঘাড়ের চোটের কারণে তার মাঠে ফেরাটা দীর্ঘায়িত হচ্ছে। রেড্ডির পুনর্বাসনে ঘাড়ের সমস্যা প্রভাব ফেলেছে এবং তিনি সঠিকভাবে নড়াচড়াও করতে পারছেন না বলে জানিয়েছে বিসিসিআই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাঁ পায়ের কোয়াড্রিসেপসে চোট পান রেড্ডি। এরপর সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি।
রেড্ডির ইনজুরি ভাগ্য যেন পিছু ছাড়ছে না। গত জুলাইয়ে ইংল্যান্ডে চতুর্থ ও পঞ্চম টেস্টের আগে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। জিমে অনুশীলনের সময় চোট পান, এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে কোয়াড্রিসেপস ইনজুরিতেও ভোগেন। ২০২৪ সালের নভেম্বর মাসে পার্থ টেস্টে অভিষেক হয় তার।
এরপর থেকে এখন পর্যন্ত ভারতের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রেড্ডি। ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টিতে ভারত তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে— কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই তিন স্পিনারের ওপরই ভারতীয় টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর