বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামি দল পিআরের জন্য তুমুল আন্দোলন করার কথা বলেছে। এটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান হলেও তা কারও জন্যই কল্যাণ বয়ে আনবে না।
সোমবার বিকালে রাজধানীর নতুন বাজারে অবস্থিত জামিয়া মাদানিয়া বারিধারা কওমি মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, পরাজিত শক্তি প্রত্যাবর্তন করলে সবার জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়। অনেক সাংবিধানিক বিধান অকার্যকর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের বৈধতার উৎস সংবিধানের অনুচ্ছেদ ৭-এ বর্ণিত জনগণের অভিপ্রায়।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীকে আর্থিক সহায়তা দেওয়া হয়। তিনি ছিলেন হেফাজতের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী।
এসময় আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অনেকে।
ভোর/রিপন/আইটি