• ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০

হেলিকপ্টারে করে উদ্ধার তৎপরতা। ছবি : আফগান সরকার

সংবাদটি শেয়ার করুন....

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। দেশটির কর্মকর্তাদের বরাতে এনবিসি নিউজ ও আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

আফগান সরকার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, “ভূমিকম্পটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হেনেছে। মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগছে। আমরা বৃহৎ উদ্ধার অভিযান চালাচ্ছি।”

৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে মাত্র পাঁচ মাইল গভীরে, যা ধ্বংসযজ্ঞ বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কুনারে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি গ্রামে অন্তত ২১ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। প্রদেশের বিভিন্ন জেলায় আফটারশক অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন তালেবান কর্তৃপক্ষ। তবে দুর্গম এলাকা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন হয়ে পড়েছে। উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করছে সরকার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে। এরপর আরও তিন দফা কম্পন অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২।

রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কেন্দ্রস্থল হলেও কাবুলে কয়েক সেকেন্ড ধরে কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূকম্পন অনুভূত হয়।

সূত্র: এনবিসি নিউজ, আনাদুলু এজেন্সি