
গত বছরের ১৬ জুলাই রংপুরে ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এই ঘটনার তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া প্রতিবেদনে ৩০ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২৪ জুন তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন দাখিল করেছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা রয়েছে।
এ ঘটনায় চারজন আসামি ইতোমধ্যে কারাগারে আছেন। তারা হলেন—
শরিফুল ইসলাম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর
আমির হোসেন: পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক
সুজন চন্দ্র রায়: তৎকালীন কনস্টেবল
ইমরান চৌধুরী: ছাত্রলীগ নেতা
তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আন্দোলনের নেতৃত্বদানকারী শহীদ আবু সাঈদ ছিলেন তখনকার অন্যতম সক্রিয় সংগঠক। তার মৃত্যু বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গভীর আলোড়ন তোলে।
আইন বিশ্লেষকরা বলছেন, এ মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি আদায় হলে দেশে মানবাধিকার রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর