• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আরো ৫ মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫, ২০:১৯ অপরাহ্ণ
আরো ৫ মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংবাদটি শেয়ার করুন....

ভাঙচুর ও মারধরের অভিযোগে রাজধানীর আরও পাঁচটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

উচ্চ আদালতের নির্দেশে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে এসব মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

মামলাগুলোর মধ্যে ২০১৩ সালের রাজধানীর পল্টন থানায় ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা একটি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে অব্যাহতি দেন।

২০১২ সালের সূত্রাপুর থানায় ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাকে অব্যাহতি প্রদান করেন।

২০১৫ সালের পল্টন থানার ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা পৃথক তিনটি মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে অব্যাহতি দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। এসব মিথ্যা মামলায় তাকে একাধিকবার গ্রেফতার করা হয় এবং দীর্ঘদিন জেলহাজতে থাকতে হয়।

জাকির হোসেন আরও বলেন, আমরা তখন আদালতকে বারবার জানিয়েছি যে এসব মামলা মিথ্যা ও হয়রানিমূলকভাবে করা হয়েছে।

তিনি বলেন, আজ ঢাকার আদালত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা পাঁচ মামলায় অব্যাহতি দিয়েছেন। এর আগেও তার বিরুদ্ধে করা একাধিক মামলায় আদালত খালাস ও অব্যাহতি প্রদান করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী আরও জানান, তার বিরুদ্ধে এখনও কয়েকটি মামলা রয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তিনি সব মামলা থেকে অব্যাহতি ও খালাস পাবেন।

এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি দেন মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।