
আবারও দেশে ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল। শনিবার সকালে সাভারের বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৩। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পটি অনুভূত হয় সকাল ১০টা ৩৬ মিনিটে। এর আগে গতকাল শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর