
ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিল নিজের ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর সময় পার করছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টে নামার আগে ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন তিনি। মাত্র ১১ রান করলেই ভাঙবেন সুনীল গাভাস্কারের ৪৭ বছরের পুরোনো রেকর্ড, আর ৮৯ রান করতে পারলেই ছুঁয়ে ফেলবেন ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিকে।
১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ টেস্টে অধিনায়ক হিসেবে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার, যা এতদিন ছিল টেস্ট সিরিজে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান। বর্তমানে চলমান সিরিজে ৮ ইনিংসে ৭২২ রান করে গিল রয়েছেন মাত্র ১১ রানের দূরত্বে।
গাভাস্কারের আরেকটি রেকর্ডও হাতছোঁয়া দূরত্বে। ১৯৭১ সালে তার টেস্ট অভিষেক সিরিজে করা ৭৭৪ রান এখনো কোনো দ্বিপক্ষীয় সিরিজে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। গিল যদি ৫৩ রান করতে পারেন, সেটিও হয়ে যাবে ইতিহাস।
ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ডের এত কাছে!
শুধু ভারতীয়দের নয়, বিশ্বেরও এক বিরল রেকর্ডের কাছে পৌঁছে গেছেন শুভমান গিল। ডন ব্র্যাডম্যান ১৯৩৬-৩৭ অ্যাশেজে অধিনায়ক হিসেবে করেছিলেন ৮১০ রান, যা এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে কোনো অধিনায়কের সর্বোচ্চ সিরিজ রান।
গিলের সংগ্রহ এখন ৭২২। ফলে আর ৮৯ রান করলেই ভেঙে যাবে ব্র্যাডম্যানের সেই প্রায় ৯০ বছরের পুরোনো রেকর্ড।
এর পাশাপাশি গিল যদি ওভাল টেস্টে আরেকটি সেঞ্চুরি হাঁকান, তাহলে তিনিই হবেন একটি দ্বিপক্ষীয় সিরিজে অধিনায়ক হিসেবে পাঁচটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটার।
পরিসংখ্যান কী বলছে?
এখন পর্যন্ত ৮ ইনিংসে গিলের রান: ৭২২
ব্যাটিং গড়: ৯০.২৫
সেঞ্চুরি: ৪টি (সর্বোচ্চ ইনিংস: ২৬৯)
চতুর্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে: ১০৩ রান (ভারতের প্রত্যাবর্তনের মূল নায়ক)
এই মুহূর্তে ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে আছে সিরিজে। ওভাল টেস্ট জিতলে ২০০৭ সালের পর আবারও ইংল্যান্ডে সিরিজ ড্র করতে পারবে ভারত। এমন এক ম্যাচে দলের নেতৃত্বে থাকা গিল শুধু নিজে ইতিহাস গড়তেই নয়, দলের জন্যও স্মরণীয় কিছু করার সুযোগ পাচ্ছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর