• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইবতেদায়ি শিক্ষকদের যমুনা অভিমুখী লংমার্চে পুলিশের বাধা

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ১৬:৪২ অপরাহ্ণ
ইবতেদায়ি শিক্ষকদের যমুনা অভিমুখী লংমার্চে পুলিশের বাধা
সংবাদটি শেয়ার করুন....

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ পুলিশি বাধার মুখে পড়ে। রবিবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু হলে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয়। এতে শত শত শিক্ষক রাস্তায় বসে পড়েন। ফলে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের পর শিক্ষকরা লংমার্চ শুরু করেন। তারা অভিযোগ করেন, সরকার জাতীয়করণের দাবি উপেক্ষা করে দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষককে অবহেলা করছে। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে তাদের কর্মস্থলে ফেরার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান শিক্ষকরা।

শিক্ষকরা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। আন্দোলনকারীরা জানান, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি আজ প্রেসক্লাবে এসে শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন।