• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

“ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই থামবে না” -জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ১৯:৩৮ অপরাহ্ণ
“ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই থামবে না” -জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত
সংবাদটি শেয়ার করুন....

ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম কখনোই বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য পরমাণু সমৃদ্ধকরণ ইরানের অধিকার এবং এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (NPT) আওতাভুক্ত। “এই সমৃদ্ধকরণ আমাদের বৈধ অধিকার, এটি অখণ্ড এবং আমরা এই অধিকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ,”— বলেন ইরাভানি।

তিনি জানান, ইরান সংলাপে বসতে প্রস্তুত, তবে সেটি কোনোভাবেই নিঃশর্ত আত্মসমর্পণের নামান্তর হতে পারে না। “সংলাপ মানে আমাদের ওপর কারও অবস্থান বা নীতি চাপিয়ে দেওয়া নয়,”— বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ইসরায়েলের সামরিক হামলার প্রেক্ষাপটে রাষ্ট্রদূত বলেন, “এই পরিস্থিতিতে আলোচনার পরিবেশ তৈরি হয়নি। এবং ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বা সংলাপের জন্য কোনও অনুরোধও আমাদের কাছে আসেনি।”

ইরাভানি দাবি করেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি কিংবা সংস্থার পরিদর্শকদের প্রতি ইরানের পক্ষ থেকে কোনও ধরনের হুমকি দেওয়া হয়নি।

তবে তিনি বলেন, কিছু ইরানি কর্মকর্তা মনে করেন, ওই পরিদর্শকরা ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে বৈধতা দেওয়ার পেছনে ভূমিকা রেখেছেন।

বর্তমানে আইএইএ-র পরিদর্শক দল ইরানে অবস্থান করলেও, দেশটির পারমাণবিক স্থাপনাগুলোয় তাদের প্রবেশাধিকার সীমিত রয়েছে বলে জানা গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান