নিষিদ্ধ ঘোষিত সন্রাসী সংগঠন ইসকন বিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশাসন কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ড আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৃহত্তর উত্তরার সাধারণ ছাত্রজনতা ও আলেম সমাজ।
আজ ২৭ শে অক্টোবর ২০২৫ইং তারিখ সোমবার মুগ্ধ মঞ্চে সাবেক মূখ্যসংগঠন (বৈবিছাআ) তুরাগ এর সরদার রিয়াদ সাংবাদিকদের উদ্দেশ্য প্রেস রিলিজটি পড়ে শুনান।
সেখানে উল্লেখ করা হয়েছে,
গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখে বাদ জুমা ইসকন কর্তৃক দেশব্যাপী সন্ত্রাসী ও উগ্রবাদী কার্যক্রমের বিরুদ্ধে এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধকরণের দাবিতে" সাধারণ ছাত্রজনতা ব্যানারে উত্তরা ১২ নং সেক্টর খালপাড় পুলিশ বক্স থেকে ১১ নং সেক্টর চৌরাস্তা পর্যন্ত এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচি দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হয়ে বিকাল ৩ টার দিকে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
পুরো কর্মসূচি জুড়ে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কোনো ধরণের উস্কানিমূলক বক্তব্য বা আচরণ করা হয়নি।
কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
কর্মসূচি শেষে উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলামে সাথে ও তাদের আলাপ হয়। তারা বলেন, প্রশাসনের উপস্থিতি এটি প্রমাণ করে যে, কর্মসূচিটি ছিল সম্পূর্ণ বৈধ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক অধিকারের চর্চার অংশ।
তারা আরো উল্লেখ করেন,
সেখানকার একটি ভিডিও ডাহা মিথ্যা ও বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করে ধর্মীয় বিভাজন সৃষ্টি ও সাধারণ মানুষকে ভুল তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রচার করা হয়েছে, যা নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে তুরাগ থানায় দয়ের করা মামলায় এজাহারনামীয় একজন সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামী করে মামলাটিকে তারা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে
তারা জানান,২৪ অক্টোবরের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, আইনানুগ ও প্রশাসনের অনুমোদনসাপেক্ষ।
সংবাদ সম্মেলনে তাদের গণদাবি সমূহ ঘোষণা করা হয় :
১. শান্তিপূর্ণ কর্মসূচিকে পতিত ফ্যাসিবাদী কায়দায় প্রশাসন কর্তৃক "সন্ত্রাসী কর্মকাণ্ড" হিসেবে আখ্যা দেওয়ার ঘটনাকে তদন্ত করে প্রশাসনে ঘাবটি মেরে থাকা ইসকনপন্থী দালালদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।
২. তুরাগ থানায় দায়েরকৃত উক্ত মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন মামলা নিঃশর্তে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৩. সংশ্লিষ্ট সাংবাদিকের ভূয়া, বিভ্রান্তিকর ও ধর্মীয় বিভাজন উস্কে দেওয়ার জন্য করা অপ প্রচারণা তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. ভবিষ্যতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার হয়রানি বা ভীতিপ্রদর্শনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।
তাদের চূড়ান্ত আহ্বান:
উক্ত দাবীসমূহ আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাস্তিবায়িত করার দাবি জানিয়ে বলেন,
আমরা বিশ্বাস করি, রাষ্ট্রীয় সংস্থাগুলো সত্য অনুসন্ধান করলে খুব সহজেই প্রমাণিত হবে যে উত্তরার সাধারণ ছাত্রজনতা আইন মেনে শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করেছেন, যা বাংলাদেশের সংবিধান দ্বারা প্রদত্ত একটি মৌলিক অধিকার।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর