
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
খান ইউনিসে কুয়েত ফিল্ড হাসপাতালের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে ৩ জন নিহত ও ২১ জন আহত।একই শহরে অন্য এক হামলায় ৬ জনের মৃত্যু ঘটে।ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণকেন্দ্রে গুলিতে কমপক্ষে ১২ জন প্রাণ হারান। গাজা সিটিতে বিমান হামলা ও ট্যাংক দিয়ে স্থল অভিযান চলছে। হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ইসরায়েলি বাহিনী। প্রায় ১০ লাখ মানুষ এখনও এলাকা থেকে বের হতে পারছে না। গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছেন। গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩। এক লাখ ৩০ হাজারেরও বেশি শিশু এখন তীব্র অপুষ্টির ঝুঁকিতে। গত দুই বছরে ইসরাইলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ঘটেছে প্রায় ৬৩ হাজারের কাছাকাছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর