• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৪:৫১ অপরাহ্ণ
ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি প্রতিনিধিসহ সাইটসেভার্স ইক্যুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনসের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে ইউএনডিপি কর্তৃক দেওয়া এই প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা। এ সময় নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসির কাছে দেওয়া প্রস্তাবনায়- পোস্টাল ভোটিংয়ের বিষয়ে বিশেষ চাহিদাসম্পন্নদের বোঝানো, ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানানো, ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুরক্ষা দেওয়া, প্রতিবন্ধী ভোটারদের জন্য ডাকযোগে ভোটদান ব্যবস্থা চালু করা, ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সব প্রতিবন্ধী ভোটারের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, প্রতিবন্ধী মহিলা ভোটারদের সহায়তার জন্য ভোটকেন্দ্রগুলোতে প্রশিক্ষিত মহিলা কর্মী থাকাসহ ১৪টি প্রস্তাবনার কথা উল্লেখ করা হয়েছে।