গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-এর ৩৭তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার / ছবি: বাসস

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা এবং নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে, যাতে তারা দেশ ও জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রবিবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষা কোনো ব্যয় নয়, বরং এটি শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ। বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থার সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষাব্যবস্থা তৈরি করা, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলবে।
এ সময় তিনি ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থী ও সাবেক ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক আবরার বলেন, শিক্ষা একটি পবিত্র আমানত, যা মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করতে হবে। বিশ্বাস হোক তোমাদের দিকনির্দেশনা, জ্ঞান হোক আলোকবর্তিকা, আর সহমর্মিতা হোক তোমাদের শক্তি।
তিনি আরও বলেন, আইইউটি ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যা দেশের জন্য গর্বের বিষয়। সরকার আইইউটির উন্নয়ন ও অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
সমাবর্তনে ওআইসি প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, অভিভাবক এবং সংস্থাটির সদস্যদেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওআইসির সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর আফতাব আহমেদ খোখের। সমাবর্তন বক্তা ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সাবেক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। এছাড়া, উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।