• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ১৬:২৮ অপরাহ্ণ
উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান
সংবাদটি শেয়ার করুন....

উন্নত প্রযুক্তির ‘কাওসার-১’ স্যাটেলাইট উন্মোচন করেছে ইরান। ৩০ আগস্ট স্যাটেলাইটটি সফলভাবে উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইরানের উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ।

সালারিয়েহ নিশ্চিত করেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশীয়ভাবে তৈরি দ্বিতীয় মডেলটি কক্ষপথে উৎক্ষেপণ করা হবে। গত বছর কাওসার-১ এবং হোদোদ উপগ্রহগুলো সয়ুজ লঞ্চার ব্যবহার করে কক্ষপথে স্থাপন করেছিল ইরান। এক বছরেরও কম সময়ে আপগ্রেড করা কাওসারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি।

কাওসার-১-এর আপগ্রেড সংস্করণের ওজন ৫০ কিলোগ্রাম এবং এটি ৫০০ কিলোমিটার সূর্য-সমকালীন কক্ষপথে স্থাপন করা হবে। নতুন স্যাটেলাইটটি কাওসার-১ এবং হোদোদের মিশনগুলোকে একত্রিত করবে। এর মধ্যে রয়েছে রিমোট সেন্সিং, ইন্টারনেট অব থিংস, নির্ভুল কৃষি ও ম্যাপিংয়ের ব্যবহার।

সালারিয়েহ বলেন, কাওসার হলো ইরানের বেসরকারি খাত দ্বারা নির্মিত প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট। দ্বিতীয় সংস্করণে ইমেজিং ও টেলিযোগাযোগ পেলোডের পাশাপাশি ডেটা ম্যানেজমেন্ট কোড ও অ্যালগরিদমের আপগ্রেড অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রথম মিশন থেকে প্রাপ্ত অগ্রগতির প্রতিফলন।

তিনি আরও জানান, মহাকাশ প্রযুক্তিতে বেসরকারি খাতের অংশগ্রহণ উচ্চ ঝুঁকিপূর্ণ এবং সীমিত সংখ্যক কোম্পানি এ কাজে সক্ষম। এসব প্রতিষ্ঠানের মধ্যে ওমিদ-ফাজা কোম্পানি অন্যতম, যারা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। ইরানের ১০ বছরের রোডম্যাপ এবং সপ্তম উন্নয়ন পরিকল্পনার আওতায় বেসরকারি খাতের অংশগ্রহণে একাধিক স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বেসরকারি খাতের কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে। খুব শিগগিরই নতুন দরপত্র আহ্বান করা হবে, যাতে আরও প্রকল্প হস্তান্তরের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো বাজার ও নিশ্চিত ক্রয়ের সুবিধা পায়।

সূত্র: মেহের নিউজ, ওয়ানা