আগামী নির্বাচনে ঋণখেলাপিরা প্রার্থী হতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ড. সালেহ উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে এখানে সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডার নিয়ে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, মহিউদ্দিন খান আলমগীর ঋণখেলাপি অবস্থায় পাঁচ বছর অতিবাহিত করেছিলেন।
আগামী নির্বাচনে কালো টাকা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কালো টাকার ক্ষেত্রে দুটি দিক রয়েছে—উৎস ও প্রসেস। বর্তমানে উৎস আগের তুলনায় অনেকটাই বন্ধ হয়েছে। আগে ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠান, সংবাদপত্র, ফ্ল্যাট—সব কিছুর মালিক হতেন একই ব্যক্তি, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে এবং কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। যদি রাজনীতিবিদরা টাকা দিয়ে মনোনয়ন ও ভোট দেওয়ার সংস্কৃতি উৎসাহিত করেন, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকেও কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।