
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর একটি ইলিশ মাছ ১১ হাজার ৩৪০ টাকায় বিক্রি হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ওই ইলিশটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। এদিন ভোর ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান এলাকায় পদ্মায় ইলিশটি ধরা পড়ে স্থানীয় জেলে কুদ্দুস প্রামাণিকের জালে।
মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘গোয়ালন্দে পদ্মায় পানি ও স্রোত বেড়েছে। জেলেদের জালে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছের পাশাপাশি সামান্য কিছু ইলিশও ধরা পড়ছে। আজ সকালে জেলে কুদ্দুস প্রামাণিকের কাছ থেকে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনেছি ৫ হাজার ২০০ টাকা কেজি দরে। পরে অনলাইনে যোগাযোগ করে মুন্সীগঞ্জ জেলা শহরের এক ব্যবসায়ীর কাছে ওই ইলিশটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১১ হাজার ৩৪০ টাকায় আমি বিক্রি করেছি।’
এখন ইলিশের ভরা মৌসুম চলছে। কিন্তু এখানে জেলেদের জালে বিভিন্ন মাছ ধরা পড়লেও সহসা মিলছে না ইলিশ। এককথায় এখন ইলিশ মাছের অনেকটা আকাল চলছে। পদ্মার ছোট-বড় সামান্য কিছু ইলিশ পাওয়া গেলেও এর দামটা আকাশচুম্বী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর