
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির ‘অপারেশন সিঁদুর’ প্রচার অভিযান নিয়ে এবার কটাক্ষ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা ভগবন্ত মান। তিনি প্রশ্ন ছুঁড়েছেন, “আপনারা কি এখন মোদির নামে সিঁদুর পরবেন? এটা কি ‘এক জাতি, এক স্বামী’ প্রকল্প?”
লুধিয়ানার উপনির্বাচনকে ঘিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভগবন্ত মান বলেন, “বিজেপি অপারেশন সিঁদুরের নামে ভোট চাইছে। এরা এখন সিঁদুরকে রসিকতার বিষয় বানিয়ে ফেলেছে। প্রতিটি ঘরে সিঁদুর পাঠানো হচ্ছে। এটা কি ভারতবাসীর মাথায় সিঁদুর পরিয়ে মোদিকে স্বামী রূপে প্রতিষ্ঠার চেষ্টা?”
ভগবন্ত মানের এই মন্তব্য বিজেপির সাম্প্রতিক প্রচারণা কৌশলকে সরাসরি চ্যালেঞ্জ করে। উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ নামে একটি দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে বিজেপি, যার মাধ্যমে পেহেলগামের সন্ত্রাসী হামলার পাল্টা প্রতিক্রিয়ায় নেওয়া নিরাপত্তা পদক্ষেপ এবং সরকারের সাফল্য তুলে ধরা হচ্ছে। এই হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হন।
কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজেপি এই প্রচারের অংশ হিসেবে দেশের বিভিন্ন বাড়িতে ‘সিঁদুর’ পাঠানোর পরিকল্পনা করছে, যাতে নাগরিকরা মোদির প্রতি আনুগত্য প্রকাশ করতে পারেন। এ নিয়েই প্রশ্ন তুলেছেন ভগবন্ত মান।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কটাক্ষকে রাজনৈতিক মহলে মোদির ‘ব্যক্তিকেন্দ্রিক প্রচার কৌশলের’ বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর