
চলছে সাঁড়াশি অভিযান। প্রতিদিনই উদ্ধার হচ্ছে কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর। কখনো মাটির নিচ থেকে, কখনোবা বালুর নিচ থেকে। কখনো নদী থেকে কখনো ক্রাশার মেশিনের আশাপাশ থেকে। তারই ধারবাহিকতায় এবার জৈন্তাপুর উপজেলার বাঘেরখাল থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ৫ হাজার ঘনফুট সাদাপাথর।
শনিবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া অভিযানে পাথরগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার কাজে অংশ নেয় সেনাবাহিনী ও জৈন্তাপুর থানা পুলিশ। তাদের নেতৃত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।
তিনি জানান, মোট সাড়ে ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বাঘেরখাল এলাকা থেকে। পাথরগুলো সাদাপাথরে প্রতিস্থাপনের প্রক্রিয়া আমরা শুরু করেছি। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্প্রতি সাদাপাথর থেকে লুট হওয়া পাথরের মধ্যে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৪ লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ভাঙা হয়নি, এমন পাথর সাদাপাথর পর্যটনকেন্দ্রে উচ্চ আদালতের নির্দেশ মতো প্রতিস্থাপন করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর