মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি পূরণের জন্য অন্তর্বর্তী সরকারকে এক মাসের সময় বেঁধে দিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা এই ঘোষণা দেন।