স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পটুয়াখালী জেলার কুয়াকাটাস্ত রেস্টহাউজটি জরাজীর্ণ ও রক্ষণাবেক্ষণে অপ্রতুলতা লক্ষ্য করা গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান প্রকৌশলী মরহুম কামরুল ইসলাম সিদ্দিকী প্রচেষ্টায় দৃষ্টিনন্দন ও নয়নাভিরম কুয়াকাটায় স্থাপনা ও প্রয়োজনীয় জমি বরাদ্দের ব্যবস্থা করেন। পরবর্তীতে পর্যটন স্থল কুয়াকাটায় একটি রেস্ট হাউস নির্মিত হয়। কুয়াকাটা সমুদ্রের নয়নাভিরম দৃশ্যসহ সূর্য উদয় ও অস্থের দৃশ্য অবলোকনের জন্য বিদেশি পর্যটকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ পর্যটনস্থল কুয়াকাটায় আসেন। সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রাত্রি যাপনের জন্য এলজিইডির রেস্ট হাউস টি ব্যবহার করেন। সম্প্রতি এক পরিদর্শনে এলজিইডির কুয়াকাটার রেস্ট হাউস টি অত্যন্ত জরাজীর্ণ ও রক্ষনা বেক্ষণে অপ্রতুলতা দেখা গিয়েছে। সংশ্লিষ্ট রেস্ট হাউজে আগত অতিথিদের অনেকেই এই রক্ষণাবেক্ষণ ও জরাজীর্ণের কাজটি দ্রুত সংস্কারের জন্য মতবাদ ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর