• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

এলজিইডির জ্যেষ্ঠতায় শেখ জাহের,জুলফিকার আলী ও এনামুল হককে ডিঙিয়ে প্রধান প্রকৌশলী পদে পদায়ন, প্রকৌশলীদের মধ্যে অসন্তোষ ও হতাশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
এলজিইডির জ্যেষ্ঠতায় শেখ জাহের,জুলফিকার আলী ও এনামুল হককে ডিঙিয়ে প্রধান প্রকৌশলী পদে পদায়ন, প্রকৌশলীদের মধ্যে অসন্তোষ ও হতাশা
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে জ্যেষ্ঠতার তালিকায় তিনজনকে ডিঙিয়ে প্রদান প্রকৌশলী পদে নিয়োগ দেয়া হয়েছে। এতে করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মরত সিনিয়র প্রকৌশলীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন শাখা -১ থেকে জেসমিন প্রধান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, প্রজ্ঞাপনে মো: আব্দুল রশীদ মিয়া, অতিরিক্ত প্রদান প্রকৌশলী (গ্রেট-৩) মানব সম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিট, জ্যেষ্ঠতা ক্রমনং ১৯৮ কে ,এক আদেশে প্রধান প্রকৌশলীর (চলতি) দায়িত্ব দেয়া হয়। জ্যেষ্ঠতা তালিকায় যাদের ডিঙিয়ে প্রধান প্রকৌশলী পদের দায়িত্ব দেয়া হয়েছে তারা হলেন, শেখ মুজাক্কা জাহের,অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( গ্রেড- ২ ) মনিটরিং অডিট, প্রকিউরমেন্ট ও আইসিটি। তিনি আগামী সোমবার অবসরে যাবেন। দ্বিতীয়, কে. এম জুলফিকার আলী, অতিরিক্ত প্রদান প্রকৌশলী (গ্রেড-২) ,পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা ইউনিট। তিনিও ১০ কর্মদিবস পর অবসরে যাবেন। তৃতীয়, মোঃ এনামুল হক পিইজ্ঞ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ,নগর ব্যবস্থাপনা ইউনিট। তার মেয়াদকাল জ্যেষ্ঠতা তালিকা অনুযায়ী চার মাস । তিনি এরপর অবসরে যাবেন। কিন্তু মোঃ আব্দুর রশিদ মিয়াকে প্রধান প্রকৌশলী পদে পদায়নের কারণে এই তিনজন সিনিয়র প্রকৌশলী প্রধান প্রকৌশলীর দায়িত্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হন। এলজিইডি সূত্র নিশ্চিত করেছেন যে,এলজিইডি তে বিগত সময় স্বল্পতম একদিনের জন্যও প্রধান প্রকৌশলী পদে দায়িত্ব পালন করেছেন। এলজিইডি’র ইতিহাস পর্যালোচনা করলে এবং বিগত সরকার গুলোর আমলে বিচ্ছিন্ন কিছু ঘটনা ব্যতীত এভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘিত হয়নি বলে এলজিইডি সূত্র জানান। এলজিইডিতে নাম প্রকাশ না করার শর্তে প্রকৌশলীরা উল্লেখ করে বলেন ,এটি একটি ডিপার্টমেন্টের জন্য কলঙ্কিত অধ্যায়। এতে করে প্রকৌশলীদের মধ্যে কাজের অনাগ্রহতা সৃষ্টি এবং উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত সহ কিছুটা শৃঙ্খলা লঙ্গিত হতে পারে। পরবর্তী পর্যায়ে জ্যেষ্ঠতা তালিকা অনুযায়ী যারা প্রধান প্রকৌশলী পদে পদায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে ,তাদের মধ্যে ও চরম হতাশা বিরাজমান। তারা অনেকে মনে করেন ,জেষ্ঠতা তালিকা লংগনের রেওয়াজ চালু থাকলে সুশৃংখল পরিবেশ ও কর্মের শৃঙ্খলা লঙ্ঘিত হতে থাকবে। এছাড়াও সদ্য অবসরে যাওয়া প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথকে এলজিইডির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের যুগ্ন আহবায়ক থাকার অভিযোগে রুটিন দায়িত্ব দিয়ে কাজ পরিচালনা করা হয়েছে। অথচ মো: আব্দুর রশীদ মিয়া এলজিইডির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের যুগ্ন আহবায়ক ও গ্রেট -৩ হওয়া সত্ত্বেও এলজিইড এর মত গুরুত্বপূর্ণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেয়া হয়েছে বলে অনেক প্রকৌশলী ক্ষোভ প্রকাশ করেন। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সূত্র উল্লেখ করে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্থিতি ও কর্মকান্ডের গতিশীলতা বৃদ্ধির জন্য নীতি-নির্ধারণী মহল মন্ত্রণালয়ে একটি কমিটি করে দিয়ে ছিলেন এবং তাদের মতামতের ভিত্তিতে রাষ্ট্র ও জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্র দাবি করেন।