অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রধান প্রকৌশলী চলতি দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মিয়া। তিনি এর পূর্বে মানবসম্পদ উন্নয়ন ,মাননিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯ ৬৬ সালে জন্মগ্রহণ করেছেন। তার জ্যেষ্ঠতা ক্রম-১৯৮।স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন শাখা- ১ থেকে স্মারক নং ৪৫০০০০০০০০০০৬৭.১২.০০০৫…১৮-৫৯ ও সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত এক আদেশে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে তার এই প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পদায়নের প্রেক্ষিতে এলজিইডির তিনজন প্রধান প্রকৌশলীর পদে দায়িত্ব পালন থেকে বঞ্চিত হলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর