স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরিশালের অতি:প্রধান প্রকৌশলী শেখ মোহ:নুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক গত ২৪-০৪- ২০২৫ ইং তারিখে স্বাক্ষরিত অফিস আদেশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বরাবরে প্রেরণ করা হয়েছে । দুর্নীতি দমন কমিশনের অফিস আদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরিশালের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহা: নুরুল ইসলামের সামগ্রিক তথ্য চাওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে জলবায়ু প্রকল্পের পরিচালকের দায়িত্বে থাকা অবস্থায় জনবল নিয়োগ অনিয়ম এবং কেনাকাটা সহ বিভিন্ন আর্থিক সংশ্লিষ্ট বিষয়ে অর্থ আত্মসাৎ এর মত গুরুতর অভিযোগ রয়েছে। এ প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন শেখ মোহ: নুরুল ইসলামের সামগ্রিক তথ্য চেয়ে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে।বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একটি সূত্র। আরো জানা যায় যে, বিগত সরকারের ১৫ বছরের শাসন আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধার নিয়েছেন। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সক্রিয় নেতৃত্ব দেয়া ছাড়াও টুঙ্গিপাড়ায় প্রতিনিয়ত বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতেন। তার কর্মকালীন জীবনে অনৈতিক পন্থায় আর্থিক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা সর্বোচ্চ রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন এলজিইডির অনেক প্রকৌশলী।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর