স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলীল বলেন, এলজিইডি র দরপত্র সাধারণত দুইটি প্রক্রিয়া হয় এলটিএম এবং ওটিএম পদ্ধতিতে। এক্ষেত্রে এলটিএম এ ব্যাপক প্রতিযোগিতা মাধ্যমে কাজ দেওয়া হয় ও বড় বড় কাজগুলো সাধারণত ওটিএম পদ্ধতিতে পেয়ে থাকেন।এ পদ্ধতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে মার্কিং করে কার্যাদেশ দেওয়া হয়। বড় কাজগুলো পাওয়ার জন্য সাধারণত ভোলা জেলার ঠিকাদারগণ দেশের প্রত্যন্ত অঞ্চলের বড় বড় ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে দরপত্রে অংশগ্রহণ করে কাজ পায়। ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড ও ইউনুস এন্ড ব্রাদার্স সহ কয়েকটি বড় ঠিকাদারী প্রতিষ্ঠান এর মাধ্যমে এ অঞ্চলের ঠিকাদাররা কাজ করতেন। ৫ ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ঠিকাদারগণ অনেকেই গা ঢাকা দিয়েছে। এতে করে কাজের গতি থমকে গিয়েছে।এ প্রেক্ষিতে অনেক কাজ পড়ে আছেন। আমরা চেষ্টা করছি রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে কাজগুলো বাস্তবায়ন করা এ ক্ষেত্রে যে কাজগুলোর ঠিকাদার র পাওয়া যাবে না, তাদের কাজ বাতিল করে পুনরায় দরপত্র আহবান করে কার্যাদেশ দেওয়া হবে। এ তালিকায় ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড উল্লেখযোগ্য। এ জেলায় তাদের নামে বেশ কয়েকটি কাজ আছে, আমরা ইতিমধ্যে তিনটি কাজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী পর্যায়ে আলোচনার মাধ্যমে আরো কিছু কাজ বাতিল করে পূর্ণ দরপত্র আহ্বানের মাধ্যমে নতুন করে কার্যাদেশ দেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর