বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে। বুধবার রাজধানীর কাকরাইলে শ্রমিক দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. এ জেড এম জাহিদ আরও বলেন, সরকারের কেউ কেউ এদিক-সেদিক কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ক্ষমতায় বসে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ রুখে দেবে। খালেদা জিয়ার আগ্রহ ও দলের ইচ্ছায় তাকে মনোনয়ন দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর