ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, দেশের ৬৮টি কারাগারে প্রায় ৭০ হাজার কয়েদি ও হাজতিকে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ওয়ার্ডে ওয়ার্ডে নামাজের ব্যবস্থা, নৈতিকতা ভিত্তিক বইপুস্তক ও জায়নামাজ বিতরণসহ নানা কর্মসূচি চালু হয়েছে।
তিনি বলেন,
“কারাগারে ভিন্ন ধর্মালম্বীরাও নিজ নিজ ধর্মচর্চা ও ধর্মীয় গ্রন্থ অধ্যয়নের সুযোগ পাচ্ছেন। আমরা কারাগারকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে চাই।”
সম্প্রতি চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, কেরানীগঞ্জ কারাগারে ইতোমধ্যে ২,৫০০ বন্দি পবিত্র কুরআন শিক্ষা গ্রহণ করেছেন। কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকার সবসময় সচেষ্ট এবং ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে কারাগারে লাইব্রেরি ও ধর্ম শিক্ষা কার্যক্রম চলছে।
ধর্ম উপদেষ্টা আরও জানান—
-
এ বছর হজ ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়ায় সরকারি হাজিরা ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন।
-
যাকাত ফান্ড থেকে অসহায়, দরিদ্র ও অসুস্থদের মাঝে প্রায় ১১ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
-
ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে ৪,৬২০ জনকে অনুদান এবং ৬০০ জনকে সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে।
-
ধর্মীয় উপাসনালয়, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ, কবরস্থান, মন্দির, শ্মশান, প্যাগোডা, গীর্জা ও সেমিট্রিতে সংস্কার ও উন্নয়নের জন্য কোটি কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
-
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে প্রায় ১ কোটি ৪৫ লাখ শিক্ষার্থীকে কুরআন, প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষা দেওয়া হচ্ছে এবং ৭৬,৬৭০ জনের কর্মসংস্থান হয়েছে।
তিনি জানান, ওয়াকফ এস্টেট ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় অনলাইন সিস্টেম চালুর কাজ চলছে, যা সেবা প্রদানে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে।