
বিবেক ওবেরের হাতে বর্তমানে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘রামায়ণ’, যেখানে তিনি রণবীর কাপুরের সঙ্গে বিভীষণের চরিত্রে দেখা যাবে। এই চরিত্রে তাকে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
তবে সবচেয়ে বড় চমক হলো, বিবেক সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে ‘রামায়ণ’-এ অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি প্রযোজক নমিত মলহোত্রকে বলেছি, এই সিনেমায় অভিনয়ের জন্য এক পয়সাও লাগবে না। এই অর্থ আমি ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চাই। এভাবেই আমি তাদের পাশে থাকতে চাই। ছবিটা অবশ্যই ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।’
বিবেক আরও বলেন, ‘রামায়ণ পৌরাণিক না ঐতিহাসিক, এই নিয়ে বহুদিন ধরে বিতর্ক রয়েছে। আমি বিশ্বাস করি এটি একেবারেই ঐতিহাসিক কাহিনি। এই কাজ আমার জীবনের দারুণ একটি অভিজ্ঞতা হতে চলেছে। আমার এখনও কয়েকদিনের শুটিং বাকি রয়েছে। পুরো ইউনিটের কলাকুশলী—নমিত, নীতেশ, যশ, রকুলপ্রীত—সঙ্গে খুবই আনন্দ করে কাজ করেছি।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর