• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কোনালের বাজিমাত! ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলী-জীবনের ‘ময়না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ১৬:৩৩ অপরাহ্ণ
কোনালের বাজিমাত! ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলী-জীবনের ‘ময়না’
সংবাদটি শেয়ার করুন....

বেশ কয়েক সপ্তাহ ধরে বলিউডের আলোচিত ছবি ‘সাইয়ারা’-র গান ইউটিউব মিউজিক ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চলতি সপ্তাহে সেটি পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জনপ্রিয় গায়িকা কোনালের গাওয়া ‘ময়না’। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই গানটি অনলাইনে ঝড় তুলেছে।

গানটির মডেল হয়ে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে হাজির হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সঙ্গে রয়েছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। দুজনের উপস্থিতি গানটিকে দিয়েছে ভিন্নমাত্রা। বিশেষ করে বুবলীর গ্ল্যামার দর্শকের মন কেড়েছে। ইউটিউবের কমেন্ট সেকশনে বুবলী-জীবনের পারফরম্যান্স নিয়ে প্রশংসা ভেসে আসছে।

বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রথম স্থানে রয়েছে ‘ময়না’। ‘সাইয়ারা’-র শিরোনাম গান নেমে গেছে তিন নম্বরে, আর দুই নম্বরে রয়েছে ‘পরম সুন্দরী’ সিনেমার ‘পরদেশিয়া’।

মুক্তির পর থেকেই ‘ময়না’ ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস, টিকটক এবং ইউটিউবে ব্যাপক সাড়া পাচ্ছে। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়েছে ১.৭ মিলিয়ন, আর কমেন্ট পড়েছে তিন হাজারের বেশি। দর্শকরা গানটির সিনেম্যাটিক উপস্থাপন, সুর এবং ভিডিও নির্মাণের প্রশংসা করেছেন।

গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোনালের সঙ্গে গানটির একাংশে কণ্ঠ দিয়েছেন নিলয়।

গানের সাফল্যে উচ্ছ্বসিত কোনাল বলেছেন— “দর্শক-শ্রোতারা গানটিকে আপন করে নিয়েছেন, এটা আমাদের টিমের সবার পরিশ্রমের স্বার্থকতা।” বুবলীও দর্শকের ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন— “এই কাজটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। ভালো লাগছে গানটি দর্শক পছন্দ করেছে।”